কি কেন কিভাবে
বিক্রয় করার আগে বাজারের অ্যানালগ ঘড়িতে দশটা দশ কেন থাকে? (ঘড়ির যত ছবি আপনি দেখেছেন তার ৯৫ শতাংশ ঘড়িতেই ১০ টা ১০ সময়ের দিকে কাটা থাকে..) >যে কোনো ঘড়ির বিজ্ঞাপন বা কোম্পানির ছবিতে ১০ টা ১০ মিনিটের সময় উল্লেখ করা থাকে। >এটি এমনি এমনি দেয়া হয় না। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। আসুন জেনে নিই কারণগুলো.. -- ১০ টা ১০ এ ঘড়ির কাটা দেখতে স্মাইলি ফেস (হাসোজ্জল মুখ) এর মত লাগে। ১০.১০ সময়ে ঘড়ির দুটি কাঁটা মিলিত হয়ে ‘V’ আকার নেয়। এই সময়ে ঘড়িকে সবচেয়ে সুন্দর দেখতে লাগে। -- এই ‘V’ আকারের মাঝে কোম্পানির নাম বা লোগো লেখা হয় যাতে সহজেই দৃষ্টি আকর্ষণ করতে পারে। -- যেসব ঘড়িতে দিন মাস বছরের তালিকা বা অন্য কোনও সুবিধা দেয়া থাকে , ১০.১০ এ থাকা কাঁটা দুটি সেগুলি দেখার ক্ষেত্রে বাধা হয় না। বলা হয় বৈজ্ঞানিকভাবে ১০ টা ১০ সবচেয়ে সিমেট্রিকাল, এটাই নাকি সবচেয়ে সুন্দর ঘড়ির কাটার পজিশন। এই সব নান্দনিক কারণেই ঘড়ির ছবি বা বিজ্ঞাপণে সব সময় ১০-১০ সময়টি দেখতে পাওয়া যায়