ইন্টারনেট & তথ্যপ্রযুক্তি
অপরিচিত সাইট থেকে মেইল আসা বন্ধ করতে হলে মিউট করতে হবে নাকি রিপোর্ট স্প্যাম করতে হবে বা কী করতে হবে?
আগে দুটো জিনিস জেনে নাও।
MUTE:
মেইল পাঠালেও তুমি দেখতে পাবে না। কারণ, মেইলটা আপনাআপনি "archived" হয়ে যাবে, যার কারণে তোমার "Primary inbox"-এ দেখাবে না। "All Mails"-এ গিয়ে দেখতে হবে।
REPORT SPAM:
Gmail-এ "Spams" বলে একটা জায়গা আছে, যেখানে এই ধরণের মেইলগুলো যাবে।
সেখান থেকে, ৩০ দিনের মধ্যে মেইলগুলো ডিলিটও হয়ে যাবে।
তবে, তোমার "Primary inbox"-এ এই ধরণের মেইল আসবে না, যার জন্য তুমি এগুলো দেখতে পাবে না, "Home Page"-এ।
————————————————————————————————
অনেক কিছু খতিয়ে দেখে, আমি এই এই সমাধানে এসেছিঃ
- যদি তোমার মনে হয় যে সাইটটা পরে তোমার কোনও কাজে আসতে পারেঃ
- "Unsubscribe" কোরো না। "Block"-ও কোরো না। শুধুই "mute" করে দাও।
"Report spam"-ও করতে পারো অবশ্য। তবে ওই যা বলেছিলাম, মেইলটা ৩০ দিন বাদে ডিলিট হয়ে যাবে। সেটা না হতে দিতে চাইলে, "Mute" করাটাই সবথেকে ভালো হবে!
- যদি তুমি ঠিক নিশ্চিত না থাকো যে মেইলটা আদৌ তোমার কাজে আসবে নাকিঃ
- "Snooze" করে রাখো। একটা সময় ঠিক করে দাও, যতক্ষণে তুমি ঠিক করবে, যে মেইলটা তোমার কাজে আসবে নাকি।
ধরো তুমি একমাস ঠিক করলে। এই একমাসে দেখো যে মেইলটার "sender"-এর সাথে তোমার কোনও যোগাযোগ আছে নাকি। থাকলে তো আর কথাই নেই; না থাকলে "block" করতেই পারো। - যদি মেইলটা অহেতুক হয় বা কোনও "advertisement" হয়, তাহলে দুটি কাজ করতে পারোঃ
- "Move to Promotions" করো। এতে অনেক লাভ হয়। পরবর্তীকালে এরকম ধরণের সমস্ত মেইলই ওই "Promotions"-এ চলে যাবে, যার ফলে তোমার "home page"-টা কিছুটা ফাকা হবে।
- এখানেও "Report Spam" করতে পারো।
- যদি মনে হয় যে মেইলটা তোমার জন্য বিপদ খাড়া করে করতে পারেঃ
- "Report" আর "Block"। আর কোনও কথার জায়গাই নেই! সপাটে "Report", "Block" করো।
"Unsubscribe" করে বিশেষ লাভ হবে না। সোজা "block" করো। - যদি মেইলের "sender"-এর সাথে আগে তোমার যোগাযোগ ছিল, কিন্তু এখন সেটা ছিন্ন হয়ে গেছে, তাহলে "unsubscribe" করাটাই সবথেকে ভালো হবে।
Comments