Posts

Showing posts from February, 2022

Internet & Information Technology

Image
  আপনার জানা সেরা কিছু ওয়েব সাইটের নাম কী?  ১,  Quora.com (সবচেয়ে বড় প্রশ্ন উত্তর ফোরাম) ২.  Canva.com (ডিজাইনের চমৎকার একটি ফ্রি ওয়েবসাইট) ৩.  Upwork.com (সবচেয়ে বড় freelancing ওয়েবসাইট) ৪.  Wikipedia.org (যে কোন দেশের যে কোন ভাষা শিখতে ) ৫.  Drive.google.com (যে কোন ফাইল ক্লাউড স্টোরেজে backup রাখতে) ৬.  Duolingo.com (ফ্রীতে বিশ্বের যে কোন ভাষা শিখতে) ৭.  Alibaba.com (যে কোন বিদেশী পণ্য কিনে নিজের retail বা wholesale ব্যবসা করতে) ৮.  pdfpro.com (যে কোন PDF file অনলাইন এডিট করতে) ৯.  maps.goole.com বিশ্বের যে কোন জায়গার যে কোন এড্রেস (address) খুঁজে বের করতে ১০.  Thunkable.com (কোডিং নলেজ ছাড়া android app তৈরি করতে) ১১.  Filehippo.com (ফ্রীতে আনলিমিটেড কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করতে) ১২.  Everytimezone.com (বিশ্বের যে কোন জায়গার টাইম দেখতে) ১৩.  Screenshot.guru (যেকোন ব্লগ বা ওয়েবসাইটের স্ক্রিনশট নিতে) ১৪,  Fast.com (নিজের ইন্টারনেট স্পিড টেস্ট করতে ) ১৫.  Virusscan.jotti.org (কম্পিউটারে থাকা যে কোন ...

ইন্টারনেট & তথ্যপ্রযুক্তি

Image
   অপরিচিত সাইট থেকে মেইল আসা বন্ধ করতে হলে মিউট করতে হবে নাকি রিপোর্ট স্প্যাম করতে হবে বা কী করতে হবে? আগে দুটো জিনিস জেনে নাও। MUTE: মেইল পাঠালেও তুমি দেখতে পাবে না। কারণ, মেইলটা আপনাআপনি "archived" হয়ে যাবে, যার কারণে তোমার " Primary inbox "-এ দেখাবে না। " All Mails "-এ গিয়ে দেখতে হবে। REPORT SPAM: Gmail-এ " Spams " বলে একটা জায়গা আছে, যেখানে এই ধরণের মেইলগুলো যাবে। সেখান থেকে,  ৩০ দিনের মধ্যে মেইলগুলো ডিলিটও  হয়ে যাবে। তবে, তোমার " Primary inbox "-এ এই ধরণের মেইল আসবে না, যার জন্য তুমি এগুলো দেখতে পাবে না, "Home Page"-এ। ———————————————————————————————— অনেক কিছু খতিয়ে দেখে, আমি এই এই সমাধানে এসেছিঃ যদি তোমার মনে হয় যে সাইটটা পরে তোমার কোনও কাজে আসতে পারেঃ " Unsubscribe " কোরো না। " Block "-ও কোরো না। শুধুই " mute " করে দাও। " Report spam "-ও করতে পারো অবশ্য। তবে ওই যা বলেছিলাম, মেইলটা  ৩০ দিন বাদে ডিলিট হয়ে যাবে । সেটা না হতে দিতে চাইলে, " Mute " করাটাই সবথেকে ভালো হবে! যদ...

ইন্টারনেট & তথ্যপ্রযুক্তি

Image
  গুগল ওয়ান-এর কাজ কী? আর কী করে? কী ভাবে করে? গুগল ওয়ান হলো "গুগল" এর একটি সাবস্ক্রিপশন পরিষেবা। আপনি যখন গুগল অ্যাকাউন্ট খুলেন তখন আপনাকে ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ দেওয়া হয় যা আপনি Google Drive, Gmail, Google photos ইত্যাদি তে ব্যাবহার করতে পারবেন। এখন আপনার ফোন কিংবা কম্পিউটার সেই ১৫ জিবি স্টোরেজ এর কতটুকু Google Drive, Gmail, Google photos ব্যাবহারে দখল করছে সেটা আপনার পক্ষে আলাদা করে নির্ণয় করা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনি 'Google One" এপ্লিকেশন টি ব্যাবহার করে সহজেই বুঝতে পারবেন আপনার কোন অ্যাপ অতিরিক্ত জায়গা খেয়ে ফুল হয়ে গেছে আর তাই আপনি তৎক্ষণাৎ সেটা ক্লিন করতে পারবেন। তাছাড়া গুগল ওয়ান আপনাকে বিভিন্ন সাজেশন দিবে কোন ফাইল গুলো আপনার বেশি স্টোরেজ খাচ্ছে, আর কোন গুলো ডিলিট করা উচিত। গুগল অ্যাকাউন্ট খুলার পর পর ই আপনি ১৫ গিগাবাইট সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবেন।  এর বেশি স্টোরেজ ব্যাবহারের ক্ষেত্রে আপনাকে পে করতে হবে যেমন ১০০ গিগাবাইট এর জন্য আপনাকে প্রতি বছর ১৯.৯৯ ডলার (বাংলাদেশি টাকায় ১৭০০ টাকা) কিংবা প্রতি মাসে ১.৯৯ ডলার (বাংলাদেশি টাকায় ১৭০ টাকা) পে করতে হবে।

সফটওয়্যার & প্রোগ্রামিং

Image
  গুগলের BERT অ্যালগরিদম: কী কেন কীভাবে? গুগলের ইতিহাসে প্রতিষ্ঠাটির সবচেয়ে ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ পরিবর্তন ছিল ২০১৯ সালে। ওই বছরের ২৫ অক্টোবর নতুন একটি অ্যালগরিদম চালু হয়েছে বলে ঘোষণা করে এই প্রযুক্তি জায়ান্ট, যার নাম দেয়া হয় ‘বার্ট অ্যালগরিদম’ (BERT)। এর পূর্ণাঙ্গ রূপ- Bidirectional Encoder Representations from Transformers । এটি মূলত Artificial Intelligence (AI), Machine Learning এবং Natural Language Processing (NLP)-এর মতো জটিল বিষয়ের সমন্বয়ে তৈরি। বার্টের সবচেয়ে বড় গুন - সে মানুষের মতো করে শব্দ ও বাক্য পড়তে পারে, বুঝতে পারে। অর্থাৎ, বাক্যের ভেতরে থাকা প্রতিটি শব্দের কনটেক্সট বা প্রেক্ষাপট বুঝতে পারে। বার্টের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে- এটা Bidirectional এবং Transformer-Based। Bidirectional মানে, শব্দের দুই দিক। অর্থাৎ, শব্দের আগের ও পরের শব্দ বার্ট অ্যানালাইসিস করতে পারে এবং নির্দিষ্ট শব্দের আগে পরে কী শব্দ বসবে - তাও সে ধারণা করতে পারে। আর Transformer মানে হচ্ছে, বার্ট বাক্যের ভেতরে থাকা শব্দগুলোর মধ্যে সংযোগ স্থাপন করতে পারে ও একটা বাক্যের মিনিং দাঁড় কর...